![]() |
১৩ ডিসেম্বার ২০২৫, ১২:৫৬ মিঃ
লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূর পর্যন্ত অন্তত এক ডজন স্থানে হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, দক্ষিণ ও পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ভারি বিমান হামলার খবর পাওয়া গেছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর একাধিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলার আগে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈরুতকে আগেই জানানো হয়েছিল যে ইসরায়েল দেশজুড়ে বড় পরিসরে হামলার পরিকল্পনা করছে। উল্লেখ্য, গত বছর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে তা লঙ্ঘন করে আসছে এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চাপ বাড়াচ্ছে।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :