2026-01-20 09:57:21 am

আসছে ‘হাওয়া’ নির্মাতার নতুন সিনেমা ‘রইদ’

www.jagrotabangla.com

আসছে ‘হাওয়া’ নির্মাতার নতুন সিনেমা ‘রইদ’

১৮ ডিসেম্বার ২০২৫, ১০:৫৪ মিঃ

আসছে ‘হাওয়া’ নির্মাতার নতুন সিনেমা ‘রইদ’

তিন বছর পর ‘রইদ’ নামের নতুন সিনেমা নিয়ে ফিরছেন 'হাওয়া'খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন। রাজধানীতে এক অনুষ্ঠানে সিনেমার পোস্টার ও ট্রেইলার প্রকাশ করে সিনেমার মুক্তির ঘোষণা দেন সুমন। পাশাপাশি নির্মাতা জানিয়েছেন, নেদারল্যান্ডসের 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে' উৎসবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ প্রদর্শিত হয়েছে ‘রইদ’।

ওই আয়োজনে সিনেমার পেছনের ভাবনা ও গল্প নিয়ে সুমন বলেন, "সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে হাজার বছরের পুরোনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। তবে সময়ের বর্তমানে নয়, বরং অনুভূতির বর্তমানে। এই সিনেমার প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।"

দুই মিনিট ২০ সেকেন্ডের ট্রেইলারেও উঠে এসেছে সেই দৃশ্য। সিনেমার প্রত‍্যেকটা ফ্রেমে অন্য রকম ভিজ্যুয়াল, নির্মাণ ও লোকেশনের ভিন্নতা উঠে এসেছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ সহ আরও অনেকে।

রইদ’ সিনেমার গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তিন বছর আগে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমার দেশে ও বিদেশে অভাবনীয় সাফল্য দিয়ে আলোচনায় আসেন সুমন। সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি জনপ্রিয় হয়।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :