2026-01-20 09:42:31 am

ইমরান খান ও বুশরার ১৭ বছরের কারাদণ্ড

www.jagrotabangla.com

ইমরান খান ও বুশরার ১৭ বছরের কারাদণ্ড

২০ ডিসেম্বার ২০২৫, ১৯:৩০ মিঃ

ইমরান খান ও বুশরার ১৭ বছরের কারাদণ্ড

তোশাখানা মামলায় পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত। রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ ও বিক্রির ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। বার (২০ ডিসেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে মামলার শুনানি শেষে এ রায় দেয়া হয়। ইমরান খান এই কারাগারেই বন্দি আছেন। পাকিস্তান দণ্ডবিধির ৩৪ এবং ৪০৯ ধারার অধীনে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

একই ধারায় বিবি বুশরাকেও মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের দুজনকেই এক কোটি ৬৪ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আইন অনুযায়ী, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ে বলা হয়, ‘আদালত সাজা প্রদানের সময় ইমরান খানের বয়স এবং বুশরা বিবি নারী এই দু’টি বিষয় বিবেচরা করে কম শাস্তি দেয়া হয়েছে।তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ইমরান খান ও বুশরার আইনিজীবীরা। ত বছরের ডিসেম্বরে মামলাটি করেছিল পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। এতে সৌদি যুবরাজের উপহার দেয়া দুটি অলংকার কম দামে দেখিয়ে তোশাখানা থেকে নেয়ার অভিযোগ আনা হয় ইমরান ও তার স্ত্রীর বিরুদ্ধে। 


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :