![]() |
০২ জানুয়ারী ২০২৬, ২২:০০ মিঃ
ইয়েমেনে হারদামাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী এসটিসির যোদ্ধা ও অবকাঠামোর ওপর লক্ষ্য করে আজ শুক্রবার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এতে সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
এসটিসি এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে। গোষ্ঠীটির ওয়াদি হারদামাউত এবং হারদামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুলমালিক জানিয়েছেন, তাদের আল-খাসাহর ক্যাম্প লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়েছে।
এরআগে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হারদামাউতের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে। গত বছরের ডিসেম্বরের শুরুতে এসটিসির যোদ্ধারা ওই অঞ্চল দখল করে নেয়। তারা ইয়েমেনের একটি অংশ নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এর নাম দেওয়া হবে ‘সাউথ আরাবিয়া’
হারদামাউত প্রদেশের গভর্নর এরআগে জানিয়েছিলেন, প্রদেশটি থেকে বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে দিয়ে সামরিক অবকাঠামোগুলোর নিয়ন্ত্রণ নিতে তারা ‘শান্তিপূর্ণ’ অভিযান চালাবেন।
এসটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণ অভিযানের কথা বলা হলেও কয়েক ঘণ্টা পর সৌদি বিমান হামলা চালায়। এছাড়া সৌদি ‘শান্তির ফাঁকা বুলি’ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আমর আল-বিদ নামে এসটিসির এ কর্মকর্তা বলেছেন, “সৌদি আরব শান্তিপূর্ণ অভিযানের ঘোষণা দিয়ে জেনেশুনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুলপথে চালিত করেছ। আসলে এ অভিযান শান্তিপূর্ণ রাখার কোনো ইচ্ছাই তাদের ছিল না।”
“এর প্রমাণ হলো তারা ঘোষণার কয়েক মিনিট পর সাতবার বিমান হামলা চালিয়েছে। যখন তারা উত্তেজনা প্রশমনের ফাঁকা বুলি ছড়াচ্ছে। তাদের কার্যক্রম অন্যকিছু নির্দেশ করছে।” এদিকে সৌদি এ বিমান হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :