![]() |
১৬ জানুয়ারী ২০২৬, ২৩:১৩ মিঃ
গাজা সংঘাত নিরসনে নিজের ২০ দফার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম ধাপে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিকে প্রাধান্য দিয়েছিলেন তিনি। এখন দ্বিতীয় পর্যায়ে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং নতুন টেকনোক্র্যাট সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। তিনি জানান, হামাসকে এখন তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে নয়তো এর পরিণাম হবে ভয়াবহ।
নতুন এই পরিকল্পনা অনুযায়ী গাজার অন্তর্বর্তীকালীন শাসনের জন্য নবনিযুক্ত ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’কে (এনসিএজি) পূর্ণ সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
১৫ জন ফিলিস্তিনি টেকনোক্র্যাট নিয়ে গঠিত এই কমিটির নেতৃত্বে রয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শাথ। এই কমিটি ইতিমধ্যে মিশরের কায়রোতে তাদের প্রথম বৈঠক সম্পন্ন করেছে। ট্রাম্প জানিয়েছেন, তার লক্ষ্য হলো হামাসের কাছ থেকে সব অস্ত্রের সমর্পণ নিশ্চিত করা এবং গাজার সুড়ঙ্গ নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করা।
তবে এই নতুন ধাপের ঘোষণা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে তীব্র মতভেদ ও উত্তেজনা বিরাজ করছে। হামাস জানিয়েছে তারা শান্তি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকলেও ইসরায়েলি দখলদারিত্ব বজায় থাকা পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে না।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকটা প্রতীকী বলে মন্তব্য করেছেন। তার মতে কারিগরি সরকার গঠন বা দ্বিতীয় ধাপের ঘোষণা কোনো বাস্তব অগ্রগতি নয় বরং একটি আনুষ্ঠানিকতা মাত্র।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :