2026-01-20 08:06:23 am

বাংলাদেশ–ভারত ম্যাচে অধিনায়কদের হাত না মেলানো নিয়ে বিসিবির ব্যাখ্যা

www.jagrotabangla.com

বাংলাদেশ–ভারত ম্যাচে অধিনায়কদের হাত না মেলানো নিয়ে বিসিবির ব্যাখ্যা

১৮ জানুয়ারী ২০২৬, ১৬:০৫ মিঃ

বাংলাদেশ–ভারত ম্যাচে অধিনায়কদের হাত না মেলানো নিয়ে বিসিবির ব্যাখ্যা

বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ দল বিশ্বকাপে ভারতের বিপক্ষে গতকাল মাঠে নেমেছে। শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়ক হাত মেলাননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ঘটনাকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছে।

অসুস্থতার কারণে অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি। ফলে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার দলের প্রতিনিধি হিসেবে টসে অংশ নেন। টস শেষে জাওয়াদ এবং ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্র হাত মেলেননি। বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কোনো ধরনের অশোভনতা বা অসম্মানের উদ্দেশ্য ছিল না।

বিসিবি আরও জানায়, বোর্ড বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করেছে। টিম ম্যানেজমেন্টকে তাত্ক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং খেলোয়াড়দের সবসময় প্রতিপক্ষ দলের সঙ্গে সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখতে বলা হয়েছে।

বর্তমানে বাংলাদেশের ক্রিকেটে ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাবও পড়েছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :