![]() |
২২ জুন ২০২৫, ১৩:২৩ মিঃ
বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মতিন সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। তার বিরুদ্ধে এক ডজনের বেশি হত্যা মামলা ছাড়াও অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে কয়েকটি হত্যা মামলায় তার নাম উঠে আসে। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মতিন সরকারকে রবিবার আদালতে হাজির করা হবে।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :