2026-01-20 09:54:44 am

ভারতের পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.jagrotabangla.com

ভারতের পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

২৭ মে ২০২৫, ১৩:৩৮ মিঃ

ভারতের পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে নিরাপত্তার কোন অভাব নেই। নিরাপত্তা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে। 

মঙ্গলবার সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এসময় তিনি নবীন ডেপুটি জেলারদের র‌্যাংক ব্যাচ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা জানান।

মঙ্গলবার সকালে প্রশিক্ষণ কোর্সের এই সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি কারা রক্ষীদের বুনিয়ানি কোর্সের প্রশংসা করে বলেন,  প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান, সততা ও দেশপ্রেমের মাধ্যমে তারা দেশ জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :