2026-01-20 09:36:22 am

পরিচালকের সঙ্গে পরকীয়া, অন্তঃসত্ত্বা ও ৭৫ লাখ দাবি: ‘বাহুবলীর রাজমাতার’ পুরনো বিতর্ক ফের চর্চায়

www.jagrotabangla.com

পরিচালকের সঙ্গে পরকীয়া, অন্তঃসত্ত্বা ও ৭৫ লাখ দাবি: ‘বাহুবলীর রাজমাতার’ পুরনো বিতর্ক ফের চর্চায়

১০ জুলাই ২০২৫, ১৪:৪৭ মিঃ

পরিচালকের সঙ্গে পরকীয়া, অন্তঃসত্ত্বা ও ৭৫ লাখ দাবি: ‘বাহুবলীর রাজমাতার’ পুরনো বিতর্ক ফের চর্চায়

‘বাহুবলী’ সিনেমায় রাজমাতার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া দক্ষিণী অভিনেত্রী রামায়া কৃষ্ণান একসময় প্রেম, অন্তঃসত্ত্বা হওয়া ও গর্ভপাত সংক্রান্ত বিতর্কে তুমুল আলোচনায় এসেছিলেন। বিষয়টি ঘিরে দীর্ঘদিন ধরে চলে নানা গুঞ্জন ও বিতর্ক, যা এখনও ভক্ত ও চলচ্চিত্র অনুরাগীদের মাঝে চর্চার বিষয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ১৯৯৯ সালে পরিচালক কে এস রবি কুমারের সঙ্গে একটি সিনেমায় কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রবি ছিলেন বিবাহিত, আর রামায়া তখন অবিবাহিত। এই অসম সম্পর্ক সামনে আসতেই পরিচালক রবি কুমারের স্ত্রীর তীব্র আপত্তি ও হুমকির মুখে পড়েন রামায়া।

পরবর্তীতে গুঞ্জন ছড়িয়ে পড়ে, রামায়া অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এবং রবি কুমার তার দায়িত্ব স্বীকারে অস্বীকৃতি জানান। এতে রামায়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। একপর্যায়ে গর্ভপাত করেন রামায়া এবং তার জন্য পরিচালকের কাছে ৭৫ লাখ টাকা দাবি করেন বলে খবর প্রকাশিত হয়।

তবে এ সম্পর্ক, অন্তঃসত্ত্বা হওয়া কিংবা গর্ভপাতের বিষয়টি পরবর্তীতে উভয়েই অস্বীকার করেন। ২০০৩ সালে রামায়া কৃষ্ণান পরিচালক কৃষ্ণা বামসিকে বিয়ে করেন। বর্তমানে তাদের একমাত্র সন্তান হৃত্বিক কৃষ্ণানকে নিয়ে সংসার করছেন এই অভিনেত্রী।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :