2026-01-20 11:22:41 am

লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল টাইগাররা

www.jagrotabangla.com

লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল টাইগাররা

১৩ জুলাই ২০২৫, ২৩:৪৪ মিঃ

লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল টাইগাররা

প্রথম ম্যাচে হতাশাজনক হার ভুলে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা।

রবিবার কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। লিটন দাস ও শামীম হোসেনের ব্যাটে গড়া এই সংগ্রহ পরে যথেষ্টই প্রমাণিত হয় দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের কারণে।

জবাবে ব্যাট করতে নেমে একেবারেই পাত্তা পায়নি শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের সামনে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে, আর দাসুন শানাকা করেন ২০ রান। এ ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার, ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। এছাড়া সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।

প্রথম ম্যাচে হারের পর সিরিজে দারুণভাবে ফিরে বাংলাদেশ। ৮৩ রানের এই জয় টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বুধবার, ১৬ জুলাই। এই ম্যাচই নির্ধারণ করবে সিরিজের চ্যাম্পিয়ন দল।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :