![]() |
২৬ মে ২০২৫, ১৭:৫০ মিঃ
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারাগারে থাকা চিন্ময় দাসকে কোতোয়ালি থানায় দায়ের হওয়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা।
আবেদনের শুনানি শেষে আদালত কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। সেদিন চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে তার অনুসারীরা আদালত এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
একপর্যায়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল ও কোতোয়ালি মোড় এলাকায় পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা দায়ের করেছিল পুলিশ।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :