![]() |
৩০ জুলাই ২০২৫, ১২:০৭ মিঃ
প্রয়াত চিত্রনায়ক জসীমের তিন পুত্র- এ কে সামী, এ কে রাতুল ও এ কে রাহুল। রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে তার বাবা চিত্রনায়ক জসীমের কবরে সমাহিত করা হয়েছে। গত রবিবার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পরদিন সোমবার সকালে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় রাতুলকে।
রাতুলের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন দুই ভাই এ কে সামী ও এ কে রাহুল। আবেগময় এক ফেসবুক পোস্টে রাহুল শোক, অভিমান আর ভালোবাসার মিশেলে তুলে ধরেছেন রাতুলকে হারানোর কষ্ট। রাহুল লিখেছেন- “স্ক্রল করি আর আপনাদের ভালোবাসা দেখি, খালি আমার ভাইটার জন্য। ভেঙে পড়ছি অনেক। আমার ভাইকে নিয়ে অনেক কিছু প্রতিদিন বলব, কেউ কিছু মনে নিয়েন না। ধন্যবাদ আপনাদের। বাঁচিয়ে রাখি আমরা সবাই।”
পোস্টে ধরা দেয় দুই ভাইয়ের বন্ধুত্ব, শৈশবের স্মৃতি, নির্ভরতার গল্প। রাহুল লেখেন, “পৃথিবীতে একটা এ কে রাতুল ছিল আর আসবেও না এরকম মানুষ কোনোদিন। ভাই রে, আমি প্রতিজ্ঞা করছি- আমি যা করি সেটা করে যাব। তুমি আমার গিটার টোন প্রতি শোয়ের পর গুঁতাইতে চাইতা, এখন কেউ নাই গুঁতানোর। কিন্তু তাও করে যাব তোমার জন্য। উপর থেকে দেখে হাসিটা দিও।”
শুধু সংগীত নয়, ভাইদের সম্পর্কের ভেতরে ছিল সাধারণ শৈশবের আনন্দও। তা স্মরণ করে রাহুল লেখেন, “রেসলিং নিয়ে কী হচ্ছে আপডেট দিবনে, কেমনে দিব জানি না। তোমার জন সিনা বেশি দিন তো রেসলিং করবে না, দেখি কী হয়। বলছিলা জিটিএ-৬ আসলেই প্রি-অর্ডার করতে চাও, মন খারাপ হইছিল যখন পিছিয়ে গেছে। তোমার কনসোলেই ওইটা শেষ করব আমি।”
“আব্বুর সাথে সব স্টোরি শেয়ার কইরো, তিন ভাই মিলে কী আকামগুলা করছি। হালকা ফিল্টার কইরো।” লেখেন রাহুল। রাতুল ও বড় ভাই সামী মিলে গড়ে তুলেছিলেন ব্যান্ড ‘ওন্ড’। ব্যান্ডটির ড্রামার ছিলেন সামী, আর রাতুল ছিলেন ভোকাল ও বেজ গিটারিস্ট। পাশাপাশি তিনি কাজ করতেন একজন শব্দ প্রকৌশলী হিসেবে। ছোট ভাই রাহুল পেশাগতভাবে যুক্ত আছেন ফ্রিল্যান্স সংগীতজগতের সঙ্গে।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :