2026-01-20 09:53:56 am

মগবাজারে প্রকাশ্যে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় মামলা

www.jagrotabangla.com

মগবাজারে প্রকাশ্যে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় মামলা

২৬ মে ২০২৫, ১৭:৫১ মিঃ

মগবাজারে প্রকাশ্যে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় মামলা

রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এক যুবকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আবদুল্লাহ বাদী হয়ে ডিএমপির হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন। রবিবার (২৫ মে) রাতে ভুক্তভোগী আবদুল্লাহ মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (২৬ মে) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গতকাল রাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের আমরা অভিযান পরিচালনা করছি।

এর আগে দুর্ধর্ষ এই ছিনতাইয়ের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুইজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকে। এ সময় আশপাশে কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়। পরে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। 

এ সময় ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকে।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :