2026-01-20 09:54:33 am

রাবিতে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু, র‍্যাগিংয়ে 'জিরো' টলারেন্স

www.jagrotabangla.com

রাবিতে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু, র‍্যাগিংয়ে 'জিরো' টলারেন্স

১৭ আগষ্ট ২০২৫, ১৬:২১ মিঃ

রাবিতে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু, র‍্যাগিংয়ে 'জিরো' টলারেন্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু হয়েছে। নবীনদের বরণ করতে বর্ণিল সাজে সেজেছে বিভাগগুলো।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ৬১টি বিভাগ ও ইনিস্টিউটে নবীনদের বরণ করা হয়। ক্যাম্পাসে র‌্যাগিং নিয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে প্রশাসন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, এই ক্যাম্পাস সম্পূর্ণ র‌্যাগিং মুক্ত। পরিচয়পর্বের নামে বা অন্য কোনও উপায়ে নবীন কোন শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার সুযোগ নেই। এমন কোনও অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। 

জানা গেছে, এবছর বিশ্ববিদ্যালয়ের ৫৯ বিভাগ ও দুটি ইনিস্টিউটে স্নাতক প্রথমবর্ষে প্রায় ৪ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ১৩ আগস্ট পর্যন্ত মেধাক্রম অনুসারে কয়েকধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। এবছর চূড়ান্ত আবেদনের সুযোগ পেয়েছেন ১ লাখ ৭০ হাজার শিক্ষার্থী।

বরণ অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসে নবীনদের পদচারণা উৎসবমুখর। বিভাগ ও ইনিস্টিউটে ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে নবীনদের বরণ করা হয়েছে। বরণ শেষে দলবেঁধে নতুন সহপাঠীদের সঙ্গে কেউ প্যারিস রোডে ছবি তুলছে, কেউ দর্শনীয় স্থান ঘুরে দেখছে।

ইশরাত জাহান নামের এক নবীন শিক্ষার্থী বলেন, এই ক্যাম্পাস স্বপ্নের ক্যাম্পাস। স্কুল জীবনে যখন ভ্রমণে এসেছিলাম তখন থেকেই এখানে ভর্তির স্বপ্ন দেখা শুরু হয়। তাছাড়া প্যারিস রোড আর সবুজে ভরা ক্যাম্পাস আমার কাঙ্ক্ষিত স্বপ্ন বাড়িয়েছে বহুগুণ।

আরেক শিক্ষার্থী জহির আহমেদ বলেন, আজকের দিনের জন্য অপেক্ষা করছিলাম এতোদিন। বহু রাত না ঘুমিয়ে কাটিয়েছি, শুধু এই স্বপ্ন পূরণ করবো বলে। আজ আল্লাহ সেটা পূরণ করেছে! আলহামদুলিল্লাহ।

বরণ অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে নিজের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের পাশাপাশি দেশের কল্যাণে নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান শিক্ষকরা।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :