![]() |
২৪ আগষ্ট ২০২৫, ২৩:৩৯ মিঃ
কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে, গত ১৭ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তার বাবা মো. নাসির উদ্দিন সাথীকেও গ্রেফতার করা হয়েছিল।
জানা গেছে, গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে পতিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে। এছাড়া দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
মামলায় তৌহিদ আফ্রিদি রয়েছেন ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি হিসেবে। মামলায় মোট ২৫ জনকে নামীয় এবং আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :