![]() |
৩০ আগষ্ট ২০২৫, ১৫:৫৬ মিঃ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে পেছন থেকে আসা আরও দুটি বাস এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসগুলোর সাথে ধাক্কা খায়। এতে মোট চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় বাসিন্দা খান রুবেল বলেন, “সকালে একটি চলন্ত গাড়ি পেছন থেকে আরেকটি গাড়িকে ধাক্কা দিলে দুটি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। এরপর পেছন থেকে আরও দুটি গাড়ি এসে দুর্ঘটনায় পতিত গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে সড়কে বিশৃঙ্খলা তৈরি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।” দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং কিছুক্ষণ পর ঢাকা মুখি লেনের যান চলাচল স্বাভাবিক হয়।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :