![]() |
০৯ সেপ্টেম্বার ২০২৫, ১৯:৪৫ মিঃ
এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অসময়ে জ্বলে উঠলেন মোরসালিনরা। টানা দুই ম্যাচ হেরে মূল পর্ব খেলার সম্ভাবনা শেষ হয়েছে। তাই মঙ্গলবার ভিয়েতনামে গ্রুপের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে ছিল নিয়মরক্ষার ম্যাচ। সেই আনুষ্ঠানিকতার ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
৭০-৮২ মিনিটে সিঙ্গাপুরের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন বাংলাদেশের ছেলেরা। এই দশ মিনিটে বাংলাদেশ চার গোল আদায় করেন তারা। বাংলাদেশের হয়ে গোলের যাত্রা শুরু করেন ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল। প্রায় ৩০ গজ দূর থেকে ডিফেন্ডারদের পেছনে ফেলে বেশ জোরালো শট নেন তিনি। সিঙ্গাপুরের গোলরক্ষক বা দিকে ঝাঁপিয়ে পড়েও গোল বাঁচাতে পারেননি। এটা বাংলাদেশের জার্সিতে ফাহমিদুলের প্রথম গোল।
ফাহমিদুলের গোলের দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ফরোয়ার্ড আল আমিনকে উদ্দেশ্য করে লং বল পাঠানো হয়। সেই লং বল দুর্দান্তভাবে রিসিভ করে দারুণ ফিনিশিং করেন আল-আমিন। সিঙ্গাপুর গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে আসলেও সেভ করতে পারেননি।
আট মিনিট পর মহসিন আহমেদ গোল করেন। সিঙ্গাপুর ডিফেন্ডার বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। মহসিন বল রিসিভ করে কোনাকুনি শটে গোল করেন। দলের হয়ে শেষ গোল করেন অধিনায়ক শেখ মোরসালিন। ৮২তম মিনিটে তিনি বক্সের ওপর দারুণ শটে বাংলাদেশের বড় জয় এনে দেন। ইনজুরি সময়ে এক গোল পরিশোধ করে সিঙ্গাপুর।
অ-২৩ দলের আনুষ্ঠানিক হেড কোচ সাইফুল বারী টিটু হাসপাতাল থেকে হোটেলে ফিরলেও ডাগ আউটে ছিলেন সহকারী কোচ হাসান আল মামুন। আজকের ম্যাচে ফাহমিদুল ইসলামকে শুরুতে রাখেননি তিনি। দ্বিতীয়ার্ধে ফাহমদিুলকে নামানোর পরই খেলার চিত্র বদলেছে। তিনিই দলকে গোলের পথ দেখান। ফাহমিদুল ও আল আমিনের গতি এবং স্কিলে সিঙ্গাপুরের রক্ষণভাগ দুমড়ে মুচড়ে যায়। মূলত এই দুই জনের কাছেই খেলার গতি হারিয়েছে সিঙ্গাপুর। ম্যাচের একেবারে শেষ দিকে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে নামান বাংলাদেশের কোচ।
এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বিগত দুই আসরে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। জয় তো দূরের কথা গোলও পায়নি। আজকের জয়টি অনেক দিন পর এসেছে। বাফুফের প্রত্যাশা ছিল এবার এএফসির মূল আসরে খেলবে দল। এজন্য প্রথমবারের মতো ২৩ দলকে বাহরাইনে পাঠিয়ে দু’টি ম্যাচ খেলার ব্যবস্থা করেছিল। এত প্রস্ততির পরও বাংলাদেশ প্রথম দুই ম্যাচ ভালো পারফরম্যান্স করতে পারেনি। আজ শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে খানিকটা স্বস্তি নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :