![]() |
১৩ সেপ্টেম্বার ২০২৫, ১০:১৯ মিঃ
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর যাবরা এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। যাবরা নৌকা বাইচ কমিটির আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচে নদীর দুই তীরে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় বাহারি নামের নৌকা অংশ নেয়। যার মধ্যে সোনার তরী, ময়না মতি, চাচা ভাতিজা উল্লেখ যোগ্য। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর তীর ঘেষে বসে বিভিন্ন দোকান পাট।
নৌকা বাইচ দেখতে নারীপুরুষসহ প্রচুর দর্শকের সমাগম হয়। প্রতিযোগীদের ফ্রিজ ও টেলিভিশন উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনছারী বিল্টু, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চতুসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বানিয়াজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনছারী বিল্টু বলেন, কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ জেলার ঐতিহ্য। দীর্ঘদিন নৌকা বাইচ বন্ধ ছিল। এখন থেকে প্রতিবছর বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন করা হবে।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :