2026-01-20 08:04:46 am

টানা সিরিজ হারের ধাক্কা, টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

www.jagrotabangla.com

টানা সিরিজ হারের ধাক্কা, টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

৩১ মে ২০২৫, ১৩:১০ মিঃ

টানা সিরিজ হারের ধাক্কা, টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

যা অনুমান করা হচ্ছিল, শেষ পর্যন্ত সেটাই হলো। টানা ব্যর্থতায় আইসিসি টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষেও টানা দুই ম্যাচে হেরে গেছে লিটনবাহিনী।

এতে সিরিজ শেষ হওয়ার এক ম্যাচ আগেই নিশ্চিত হয়েছে পরাজয়, আর এর প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও।নবম স্থান থেকে এক ধাপ পিছিয়ে দশে নেমে গেছে বাংলাদেশ।

চলতি সময়ে ব্যাটে–বলে আত্মবিশ্বাসহীন বাংলাদেশ দল ঘুরে দাঁড়ানোর জন্য খুঁজছে পথ। সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপ, এমন সময় ফর্মহীনতা ও র‍্যাঙ্কিংয়ের অবনতি দলটির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। টেস্টেও অবস্থা ভালো নয়, বাংলাদেশ আছে নবম স্থানে। 

টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ পয়েন্ট খুইয়েছে ৫টি। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। তাতে আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দলটির রেটিং ২৭১। ২৬২ রেটিং নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। এ ছাড়া শীর্ষ পাঁচে আছে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা পাকিস্তান আছে আগের মতোই আটে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাকিস্তানের পয়েন্ট ২২৯।

এর আগে বাংলাদেশ চমকে দিয়ে সিরিজ জেতা সংযুক্ত আরব আমিরাত আছে ১৫ নম্বরে। ৪ রেটিং পয়েন্ট বেড়েছে দলটির পয়েন্ট এখন ১৮৩।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ চারে উঠেছিল ২০১২ সালে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ ছাড়িয়ে গিয়েছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের মতো দলকে। সেই সিরিজের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপরে ছিল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :