![]() |
২০ সেপ্টেম্বার ২০২৫, ১০:৩০ মিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা থেকে আসা আরও একটি মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হামলা চালিয়েছে। হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল এবং এটি পরিচিত একটি মাদকপাচার রুট ব্যবহার করছিল। গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে এটি অবৈধ মাদক বহন করছিল।
তিনি আরও জানান, হামলাটি যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড–এর আওতাধীন অঞ্চলে চালানো হয়েছে, যা দক্ষিণ ও মধ্য আমেরিকার ৩১টি দেশ এবং ক্যারিবীয় অঞ্চলজুড়ে বিস্তৃত। ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। এতে মার্কিন সেনাদের কেউ হতাহত হয়নি।
চলতি মাসে ভেনেজুয়েলা থেকে যাত্রা করা সন্দেহভাজন মাদকপাচারকারী নৌযানের ওপর এটি ছিল যুক্তরাষ্ট্রের তৃতীয় হামলা। এর আগেও দুটি নৌযানে হামলা চালানো হয়েছিল, যেগুলোতে অবৈধ মাদক পরিবহনের অভিযোগ ছিল। তবে সর্বশেষ এই হামলা নিয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :