2026-01-20 08:05:34 am

আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

www.jagrotabangla.com

আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

১৫ অক্টোবার ২০২৫, ১৮:৩৪ মিঃ

আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

অস্ত্রবিরতি ভেঙে আবারও পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, আফগান বাহিনী প্রথমে গুলিবর্ষণ শুরু করে, যার জবাবে পাকিস্তানি বাহিনী পাল্টা গুলি করে। এতে আফগান বাহিনীর ট্যাংক ও সামরিক পোস্টে ক্ষয়ক্ষতি হয় বলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তার বরাতে জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার ভোর থেকে পাল্টাপাল্টি রকেট হামলা চালায় আফগানিস্তান ও পাকিস্তান। স্থানীয় সময় ভোর চারটা নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শুরাবাক জেলায় ইসলামাবাদ রকেট হামলা চালায় বলে অভিযোগ করে কাবুল।

এর জবাবে, সীমান্তবর্তী পাকিস্তানি চৌকি ও অবস্থান লক্ষ্য করে পাল্টা রকেট ছোড়ে তালেবান যোদ্ধারা। শামসাদারসহ বেশ কয়েকটি পোস্ট ধ্বংসের দাবি করে তারা। তবে এসব হামলায় নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :