2026-01-20 09:40:51 am

আবারও চোটে পড়লেন দিবালা

www.jagrotabangla.com

আবারও চোটে পড়লেন দিবালা

০৩ নভেম্বার ২০২৫, ১৪:১৯ মিঃ

আবারও চোটে পড়লেন দিবালা

ছন্দে ফিরতে শুরু করেছিলেন। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে রোমার জয়েও অবদান রাখছিলেন, হয়েছিলেন রোমার অক্টোবরের সেরা খেলোয়াড়ও। কিন্তু দুর্ভাগ্য, আবারও চোটে পড়েছেন পাউলো দিবালা। সিরি‘আ’তে গতকাল এসি মিলানের বিপক্ষে ১-০ গোলে হারে রোমা। ম্যাচে একমাত্র গোলটি করেন এসি মিলানের সার্বিয়ান ডিফেন্ডার স্ট্রেহিনযা পাভলোভিচ। রোমাকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন দিবালা। তবে ৮২ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন ৩১ বছর বয়সী তারকা।

স্পট কিক থেকে গোল করতে না পারার চেয়ে চোটই বরং বেশি পীড়া দেওয়ার কথা দিবালাকে। পেনাল্টি নেওয়ার সময়ই যে ইনজুরিতে পড়েন এই ফরোয়ার্ড। ম্যাচ শেসে পেনাল্টি মিসের বিষয় নয় বরং দিবালার চোট নিয়েই হতাশা রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি।

‘ডিএজেডএন’কে তিনি বলেন, ‘পেনাল্টি? সবচেয়ে খারাপ খবর হলো দিবালার আঘাত। এখন আমাদের অপেক্ষা করতে হবে, তবে তিনি বিরতির পর অবশ্যই ফিরবেন। এটা দুঃখজনক, কারণ দিবালা ধারাবাহিক বেশ কিছু দুর্দান্ত ম্যাচ খেলছিলেন। এই ম্যাচে সবচেয়ে বড় ক্ষতি হলো তাঁর চোট।’

গত কয়েক ম্যাচেই দারুণ ছন্দে ছিলেন দিবালা। চোট সেরে অক্টোবরের শুরুর দিকে মাঠে ফিরে দুই গোলের সঙ্গে একটি অ্যাসিস্টও করেন তিনি। আগামী কয়েক দিনে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। চোটের ধরণ নিয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি তাঁর ক্লাব রোমা। এর আগে গত মার্চে পেশির চোটে তিন মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন দিবালা।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :