![]() |
১৭ নভেম্বার ২০২৫, ১৪:০৬ মিঃ
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছে। সোমবার (১৭ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। বিক্ষোভটি মাত্র ১০ মিনিট স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে আসার আগে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পরে আইন-শৃঙ্খলা বাহিনী রাস্তা থেকে গাছের গুঁড়ি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে এসে জানতে পারি যে, বিক্ষোভকারীরা একটি পিকআপে করে যাচ্ছিল। হঠাৎ তারা পিকআপ থেকে নেমে রাস্তার পাশে থাকা গাছের গুঁড়ি রাস্তায় ফেলে ১-২ মিনিট স্লোগান দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :