![]() |
২০ নভেম্বার ২০২৫, ১৭:৩৩ মিঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি আইসিসির পূর্ণ সদস্য সকল দেশের বিপক্ষে সেঞ্চুরিতে নতুন ইতিহাসের সূচনা করেন। বুধবার (১৯ নভেম্বরে) নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করে অপরাজিত থাকেন ক্যারিবীয় এই উইকেটরক্ষক ব্যাটার। শাই হোপ ছাড়া বিশ্বের আর কোনো ব্যাটারের সব ফরম্যাট মিলিয়েও আইসিসির সকল পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সেঞ্চুরির কীর্তি নেই।
ক্যারিবীয় এই তারকা সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দু’টি এবং ভারতের সঙ্গে একটি সেঞ্চুরি আছে হোপের। ওয়ানডেতে ম্যাজিক ফিগার পূর্ণ করেন বাকি দলগুলোর সঙ্গে। এর বাইরে হোপ চলতি বছরই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে (টি-টোয়েন্টি) সেঞ্চুরি করেন।
সবমিলিয়ে ১৩টি দেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ৩২ বছর এই ডানহাতি ব্যাটার। সংখ্যার হিসাবে এটিও সর্বোচ্চ। হোপ এতদিন মাহেলা জয়াবর্ধনে ও ক্রিস গেইলের সমান ১২ দেশের সঙ্গে সেঞ্চুরির রেকর্ড ভাগাভাগি করছিলেন। তাদের দু’জনকেই ছাড়িয়ে গেলেন তিনি। এছাড়া আরও ৯ ব্যাটারের ১১টি দেশের সঙ্গে সেঞ্চুরির নজির আছে। তারা হচ্ছেন–শচীন টেন্ডুলকার, গ্যারি কার্স্টেন, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, হাশিম আমলা, শিখর ধাওয়ান, মার্টিন গাপটিল ও পল স্টার্লিং।
সর্বোচ্চ ১২টি দেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করার রেকর্ডটিও হোপের দখলে। সবমিলিয়ে ফরম্যাটটিতে তার সেঞ্চুরি ১৯টি। অন্যদিকে, ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করা টেন্ডুলকার ম্যাজিক ফিগার পান ১১টি দেশের সঙ্গে। সবমিলিয়ে ১০টি দেশের মাটিতে ওয়ানডে সেঞ্চুরি করলেন হোপ। সমান ১২ দেশে সেঞ্চুরির কীর্তি আছে বিরাট কোহলি ও গেইলের। তাদের সামনে আছেন কেবল দু’জন– শচীন টেন্ডুলকার ও সনৎ জয়সুরিয়া। দু’জনই সমান ১২টি দেশে ওয়ানডেতে ম্যাজিক ফিগার পূর্ণ করেন।
ওয়ানডে ক্রিকেটে শাই হোপের ১৯তম সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ব্রায়ান লারারও ১৯টি শতরান ছিল এই ফরম্যাটে। তালিকায় শীর্ষে আছেন ক্রিস গেইল (২৫)। এর পাশাপাশি ক্যারিবীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করার নজিরও গড়েছেন হোপ। ১৪৭ ইনিংসেই গড়েছেন এই নজির। এই তালিকায় শীর্ষে আছেন কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :