![]() |
০৩ ডিসেম্বার ২০২৫, ১৯:২৩ মিঃ
রায়পুরে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং প্রান্তে নামতেই দর্শকদের মন জয় করলেন ভিরাট কোহলি। ৯০ বল খেলে ২ ছক্কা ও ৭ চার সহ ১০২ রানের ইনিংস খেলেন তিনি, এটি তার ওয়ানডেতে ৫৩তম সেঞ্চুরি। ম্যাচে তার টানা দ্বিতীয় সেঞ্চুরি হলো, পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে সপ্তম শতক পূর্ণ করলেন কোহলি।
কোহলির সাথে জুটি বেঁধে মাঠ মাতালেন রুতুরাজ গায়কোয়াড়। মিডল অর্ডারের এই ব্যাটসম্যান প্রথমবারের মতো ওয়ানডেতে সেঞ্চুরি তুলে নেন। ৮৩ বলের ইনিংসে তিনি ২ ছক্কা ও ১২ চার মেরে ১০৫ রান করেন। কোহলি ও রুতুরাজের ৩য় উইকেটে ১৫৬ বলে ১৯৫ রানের জুটি গড়ে ভারতীয় ইনিংসকে দারুণ ভিত্তি প্রদান করে। এটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ইতিহাসে সর্বোচ্চ তৃতীয় উইকেটের যুগলবন্দি।
ম্যাচের শুরুতে রোহিত শর্মা বিদায়ের পর কোহলি ক্রিজে পৌঁছান এবং চতুর্থ বলে এনগিডিকে ছক্কা মারেন। এরপর দ্রুত ৫২ বলেই ফিফটি স্পর্শ করেন রুতুরাজ। কোহলি ৩৮তম ওভারের শেষ বলে তিন অঙ্কে পৌঁছে যান। আগের ম্যাচের মতোই এবারও কোহলির ব্যাটে দেখা গেল মাস্টার স্ট্রোক। রুতুরাজের দ্রুত রান এবং কোহলির অভিজ্ঞতা মিলে ভারতকে ৩৫৮ রানের বিশাল সংগ্রহে নিয়ে আসে। এই ইনিংসে লোকেশ রাহুল ৪৩ বলে ৬৬ রান এবং রাভিন্দ্র জাদেজা ২৪ রান করে দলের স্কোর সমৃদ্ধ করেন।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :