2026-01-20 09:38:09 am

২ কোটি রুপি বেতন কমতে পারে রোহিত-কোহলির

www.jagrotabangla.com

২ কোটি রুপি বেতন কমতে পারে রোহিত-কোহলির

১১ ডিসেম্বার ২০২৫, ১৩:১৯ মিঃ

২ কোটি রুপি বেতন কমতে পারে রোহিত-কোহলির

সর্বশেষ আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে দুইয়ে আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৩৮ বছর বয়সী রোহিত আছেন র‌্যাংকিংয়ের চূড়ায় আর ৩৭ বছর বয়সী কোহলি দুইয়ে। ভারতের এই দুই ‘বুড়ো’ ব্যাটার এখনো ফুরিয়ে যাননি সেটা প্রতিনিয়তই প্রমাণ করে যাচ্ছেন। দেশটির জয়ে এখনো গুরুত্বপূর্ণ অবদান রাখা রোহিত-কোহলিকে অবশ্য একটি দুঃসংবাদ শুনতে হতে পারে। ভারতীয় দলে শুধু ওয়ানডে খেলা এই দুই সিনিয়র ক্রিকেটারের বেতন কমছে।

২০২৪-২৫ মৌসুমের চুক্তিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছিলেন এ+ ক্যাটাগরিতে। যদিও তারা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর গত জুনে এই সংস্করণ থেকে অবসর নেন। এই বছর টেস্টকেও বিদায় বলে দিয়েছেন তারা। ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি হতে যাওয়া সেই সভায় বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা কোহলি ও রোহিতের চুক্তির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

২০২৪-২৫ মৌসুমে (১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) রোহিত ও কোহলি এ+ ক্যাটাগরিতে আছেন। আসন্ন মৌসুমে তাদের এ+ ক্যাটগরিতে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। গত মৌসুমে তারা টেস্ট খেলার ভিত্তিতে শীর্ষ ক্যাটাগরিতে ছিলেন। তবে এখন শুধু রোহিত-কোহলি খেলছেন ওয়ানডেতে। তাতে তাদের গ্রেড নেমে যেতে পারে ‘এ’ তে। এক ধাপ অবনমন হলে দুই ব্যাটারের বেতন কমবে ২ কোটি রুপি। বর্তমানে তাদের বার্ষিক বেতন ৭ কোটি রুপি।

রোহিত-কোহলির পড়ন্ত বেলায় ভারতের বর্তমান টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুভমান গিল উঠে আসছেন এ+ ক্যাটাগরিতে। পিটিআইয়ের প্রতিবেদন আরও জানিয়েছে, ভারতের সিনিয়র অলরাউন্ডার জাদেজা ও জাসপ্রিত বুমরাহও এই গ্রুপে থাকবেন। গিল পূর্বে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :