20 January 2026, 08:04:01 AM, অনলাইন সংস্করণ

ওসমান হাদির মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ণ

ওসমান হাদির মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
16px

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (আজ) রাত পৌনে ১০টার দিকে শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার শাহাদাতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এক শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন, শরিফ ওসমান হাদির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে দেশ এক সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বরকে হারালো। তিনি এই মৃত্যুতে গভীরভাবে মর্মাহত বলে উল্লেখ করেন।

প্রধান বিচারপতি মহোদয় ও বিচার বিভাগের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শোকবার্তাটি স্বাক্ষর করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

  • সর্বশেষ - জাতীয়