20 January 2026, 06:16:12 AM, অনলাইন সংস্করণ

আমেরিকার বিদ্যুৎ খরচ করে ভারতকে সেবা, ট্রাম্পের উপদেষ্টার ক্ষোভ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ

আমেরিকার বিদ্যুৎ খরচ করে ভারতকে সেবা, ট্রাম্পের উপদেষ্টার ক্ষোভ
16px

যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ব্যবহার করে ভারতকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) পরিষেবা দিচ্ছে চ্যাটজিপিটি, এমন অভিযোগ করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ঘনিষ্ঠ পিটার নাভারো। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

হোয়াইট হাউসের মুখ্য কৌশলী (চিফ স্ট্র্যাটেজিস্ট) স্টিভ ব্যাননকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেন, “ভারত এআই ব্যবহার করবে, আর তার জন্য আমেরিকার নাগরিকেরা কেন পয়সা খরচ করবে?” একই সঙ্গে তার সংযোজন, “চ্যাটজিপিটি আমেরিকার মাটি থেকে কাজ করছে। আমেরিকার বিদ্যুৎ ব্যবহার করছে। আর পরিষেবা দিচ্ছে ভারত, চীন এবং বাকি বিশ্বে।”

নাভারোর এই মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসন এবার ভারতে এআই পরিষেবা দেওয়া নিয়ে চ্যাটজিপিটির ওপর নতুন পদক্ষেপ নেবে কি না, তা নিয়েও জল্পনা চলছে। এর আগে নাভারো ভারতকে ‘শুল্কের মহারাজা’ বলে কটাক্ষ করেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে ‘মোদির যুদ্ধ’ বলেও খোঁচা দিয়েছিলেন তিনি।

  • সর্বশেষ - আন্তর্জাতিক