20 January 2026, 06:16:13 AM, অনলাইন সংস্করণ

নতুন মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ

নতুন মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে
16px

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। মঙ্গলবার বিকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অব প্রটোকল নূরুল ইসলামের কাছে পরিচয়পত্র পেশ করবেন। এরপর তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও। তিনি ১৯তম রাষ্ট্রদূত হিসেবে ঢাকা মিশনে যোগ দেন। আগামী ১৫ জানুয়া‌রি রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের কা‌ছে তিনি প‌রিচয়পত্র পেশ কর‌বেন। প্রসঙ্গত, ঢাকায় ১৯তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

  • সর্বশেষ - আন্তর্জাতিক