20 January 2026, 08:00:44 AM, অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১৫১

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ জুন ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১৫১
16px

নাইজেরিয়ার নাইজার রাজ্যে ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি ১৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্য পরিচালক ইব্রাহিম আওদু হুসেইনি শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার বন্যায় দেশটিতে ১১৭ জনের প্রাণহানি হয়েছে বলে জানানো হয়েছিল।

ইব্রাহিম আদু হুসেইনি বলেছেন, বন্যায় ৫০০ টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিন হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বুধবার রাতে নাইজার রাজ্যের মধ্যাঞ্চলীয় শহর মোকেওয়াতে আকস্মিক বন্যা দেখা দেয়। কয়েক দিন পরও উদ্ধারকারীরা মরদেহের সন্ধানে কাদা এবং ধ্বংসাবশেষের মাঝে তল্লাশি অভিযান পরিচালনা করছেন।

মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেইব্রাহিম আওদু হুসেইনি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ২৫০টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে এবং দুটি সেতু ভেঙে গেছে।

তিনি বলেন, শক্তিশালী নাইজার নদীর স্রোতে মরদেহ ভেসে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রেড ক্রসের নাইজার রাজ্য শাখার প্রধান গিডিয়ন আদামু বলেন, উদ্ধারকারী দলগুলো বন্যা কবলিত এলাকার বিপরীত দিকে অবস্থিত জেব্বার দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি জানান, এখন পর্যন্ত ১২১ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ।

  • সর্বশেষ - আন্তর্জাতিক