20 January 2026, 08:05:37 AM, অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৪

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৪
16px

যুদ্ধবিরতি চুক্তি না মেনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণের রাফাহ ও উত্তরাংশের গাজা সিটিতে রাতভর ভারী বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আল জাজিরার খবরে বলা হয়েছে, এসব হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কর্মকর্তারা অভিযোগ করেছেন, ১০ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি ইসরায়েল ইতোমধ্যে পাঁচ শতাধিকবার লঙ্ঘন করেছে।

বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাফাহর পূর্বাঞ্চলে একটি টানেল থেকে বের হওয়া ছয় ফিলিস্তিনি যোদ্ধাকে তারা নজরদারি ক্যামেরায় শনাক্ত করে। পরে ইসরায়েলি বিমানবাহিনী টানেল থেকে বেরিয়ে আসা যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়।

এতে চারজন নিহত হয় এবং দু’জনকে জীবিত আটক করা হয়। টেলিগ্রামে প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে আরও জানানো হয়, হামলার পর নাহাল ব্রিগেডের সৈন্যরা ঘটনাস্থলে তল্লাশি অভিযান পরিচালনা করে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক