20 January 2026, 09:37:57 AM, অনলাইন সংস্করণ

পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে আগ্রহী অ্যাটর্নি জেনারেল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ণ

পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে আগ্রহী অ্যাটর্নি জেনারেল
16px

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমি ভোট করব, আমি ওখানে নমিনেশন চেয়েছি। আমি ভোট করব, আমি অ্যার্টনি জেনারেল হিসেবে আছি এখনো...। আমার অ্যার্টনি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ওখানে ভোট করব। যখন সময় আসবে তখন করব।

এদিকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায়ের বিষয়ে তিনি বলেন, কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা মনে করি, এই রায় থাকা উচিত নয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ওই রায় দেওয়া হয়েছিল।

  • সর্বশেষ - ইলেকশন স্পেশাল