উত্তরায় অগ্নিকাণ্ডে দম্পতি ও শিশু সন্তানসহ নিহত ৬
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে সাত তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফজলে রাব্বি রিজভী (৩৮), স্ত্রী আফরোজা আক্তার, মো. রিশান (আড়াই বছর), রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) এবং মো. রাহাব (১৭)। আফরোজার বোন আফরিন জাহান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসার পর আফরোজাকে মৃত ঘোষণা করা হয়। কুয়েত মৈত্রী হাসপাতালে বাকিদের লাশ নেওয়া হয়েছে।
ডাক্তারদের ধারণা, সবাই ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন, দগ্ধ হয়নি। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট সেখানে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
তিনি জানান, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং প্রাণহানি ছাড়াও অন্যান্য ক্ষয়ক্ষতির তথ্য পরবর্তীতে তদন্তে উঠে আসবে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তারা ভবনটির পাঁচ তলায় ভাড়া থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
