20 January 2026, 08:04:01 AM, অনলাইন সংস্করণ

বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সহকারী শিক্ষকদের, সতর্ক করল অধিদপ্তর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ণ

বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সহকারী শিক্ষকদের, সতর্ক করল অধিদপ্তর
16px

তিন দফা দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে তাদের এই বর্জনের মধ্যেও পরীক্ষার কার্যক্রম নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রবিবার (৩০ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসানের সই করা নির্দেশনায় জানানো হয়, ১ ডিসেম্বর থেকে সারাদেশে শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় কোনো ব্যর্থতা বা শৈথিল্য বরদাস্ত করা হবে না। পরীক্ষায় দায়িত্ব পালনে অনিয়ম প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। সহকারী শিক্ষকরা ‘প্রাথমিক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ডাকে তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। পরিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমান বলেন, দাবি বাস্তবায়নে আজকের মধ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে তারা বার্ষিক পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল রাখবেন।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো

-বেতন স্কেলের ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ

-১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যা সমাধান

-শতভাগ বিভাগীয় পদোন্নতি

সরকার সরাসরি ১০ম গ্রেডে রাজি না হলেও আপাতত ১১তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে। শিক্ষকরা অন্তত এই প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনই দেখতে চান।

  • সর্বশেষ - শিক্ষাঙ্গন