20 January 2026, 06:18:08 AM, অনলাইন সংস্করণ

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:১১ অপরাহ্ণ

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল
16px

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নগরীর কাজীরদেউড়ি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে থেকে এই দাবি জানানো হয়।

এর আগে জুমার পর নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়া একটি মিছিল বিভিন্ন স্থান ঘুরে কাজীর দেউড়ি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ের পক্ষে আপসহীন এক সংগ্রামী কণ্ঠ।

তাকে নির্মমভাবে হত্যা করলেও, আজও বিচার না হওয়ায় দেশের জনগণ ক্ষুদ্ধ। অবিলম্বে  হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ - শিক্ষাঙ্গন