20 January 2026, 08:03:17 AM, অনলাইন সংস্করণ

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৩:১৩ অপরাহ্ণ

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
16px

ঢাকার আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। আজ বুধবার (৬ আগস্ট) সকাল থেকে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ।

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা সহনীয় থাকতে পারে।

  • সর্বশেষ - মহানগর