20 January 2026, 08:05:37 AM, অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ণ

মোহাম্মদপুরে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
16px

রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার বিকাল ৪টার দিকে ৬তলা একটি আবাসিক ভবনের ৬ষ্ঠ তলায় আগুন লাগে এবং মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট কাজ করে বিকাল ৪টা ২৫ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস আজ এ তথ্য নিশ্চিত করেছে। 

  • সর্বশেষ - মহানগর