20 January 2026, 07:59:02 AM, অনলাইন সংস্করণ

রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ণ

রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
16px

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।

তিনি বলেন, পুরো রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল।

তিনি আরও জানান, রায় ঘিরে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারবেন। এ রায় ঘিরে গতকাল রবিবার থেকেই ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ - মহানগর