20 January 2026, 08:03:09 AM, অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
16px

বঙ্গোপসাগরে অবৈধভাবে পণ্য পাচারের সময় ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপের দক্ষিণ-পশ্চিমে টহল চলাকালে একটি কাঠের বোট শনাক্ত করে। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে জাহাজটি কাছে যায়।

নৌবাহিনীকে দেখে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামক বোটসহ ১১ জনকে আটক করা হয়।

বোট তল্লাশিতে পাওয়া যায় আলু ১৫ হাজার কেজি, রসুন ৭৫০ কেজি, ময়দা ২ হাজার ৫০০ কেজি, মসুর ডাল ২ হাজার ৫০০ কেজি, কোমল পানীয় ১৪ হাজার ৪০০ পিস, গ্যাস লাইটার ৬০০ পিস, শেভিং ব্লেড ৮০০ পিস, সঙ্গে মোবাইল ফোন, বাইনোকুলার, কম্পাস ও কারেন্ট জাল। আটক পাচারকারী ও মালামাল পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, জলদস্যুতা ও চোরাচালান প্রতিরোধ এবং সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ - অন্যান্য