20 January 2026, 08:06:19 AM, অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত
16px

মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। ওই সাংবাদিকের মামলায় আদালত সাবেক ওই ডিসিকে (ওএসডি যুগ্মসচিব) জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ৮ সেপ্টেম্বর সুলতানা পারভীনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুলতানা পারভীন গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রামের সিনিয়র দায়রা জজ আদালতে হাজির হয়ে ফৌজদারি মামলায় জামিন প্রার্থনা করলে আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী, সরকার তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ - অন্যান্য