20 January 2026, 08:00:13 AM, অনলাইন সংস্করণ

ওভারে তিন উইকেট, ম্যাচসেরা ফিজ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ

ওভারে তিন উইকেট, ম্যাচসেরা ফিজ
16px

এক ওভারে তিন উইকেট নিয়ে আইএল টি–টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে প্রতিটি ম্যাচেই উইকেট তুলে নেওয়া এই তারকা পেসার আজ গাল্ফ জায়ান্টসের বিপক্ষে আগুনে বোলিংয়ে নেন ৩ উইকেট। সব মিলিয়ে ১৪ উইকেট নিয়ে সতীর্থ ওয়াকার সালামখিলের পর টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এখন মুস্তাফিজ।

আজ মুস্তাফিজ ৩৪ রানে নেন ৩ উইকেট। এবং তিনটি উইকেটই এসেছে এক ওভারে। ম্যাচের ১৪তম ওভারে মুস্তাফিজের কাটার আর স্লোয়ারে বিধ্বস্ত হয়ে পড়ে জায়ান্টসের ব্যাটিং। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া জায়ান্টসকে ম্যাচে ফেরান জেমস ভিন্স, আজমতউল্লাহ ওমরজাই। চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটি গড়ে তারা ম্যাচ জমিয়ে তোলেন। কিন্তু ওভারটির দ্বিতীয় ও চতুর্থ বলে ভিন্স এবং ওমরজাইকে আউট করে ক্যাপিটালসকে ম্যাচে ফেরান মুস্তাফিজ।

ওভারটির পঞ্চম বলে ডিকসনকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান বাঁহাতি এই পেসার। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না পেলেও ম্যাচের চিত্র পুরোই পাল্টে দেন তিনি। জায়ান্টসের ইনিংস শেষে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ইনিংসের শেষ ওভারে আরও তিন ব্যাটার আউট হয়ে সাজঘরে ফেরেন যদিও তিনটিই রানআউট। শেষ পর্যন্ত ১৫৬ রানে অলআউট হয় জায়ান্টস। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

লক্ষ্য তাড়া করতে নেমে ক্যাপিটালসও দুই উইকেট হারায় শুরুতে। দলীয় ৩৫ রানে দুই ওপেনার ফেরার পর ম্যাচের দায়িত্ব নেন শায়ান জাহাঙ্গীর, রোভম্যান পাওয়েল। দুজনের দুটি ৫০–এর কাছাকাছি ইনিংসে ৬ উইকেটের সহজ জয় পায় ক্যাপিটালস। ওপেনার জাহাঙ্গীর খেলেন ৪৮ রানের ইনিংস। অন্যদিকে ৪৭ রানে অপরাজিত থাকেন পাওয়েল। শেষ দিকে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন মোহাম্মদ নবী। অধিনায়ক নবী খেলেন অপরাজিত ২৫ রানের ইনিংস।

  • সর্বশেষ - খেলাধুলা