20 January 2026, 07:58:52 AM, অনলাইন সংস্করণ

টেস্টে ৩ হাজার রানের মাইলফলকে লিটন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ণ

টেস্টে ৩ হাজার রানের মাইলফলকে লিটন
16px

বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১ রান করেই তিন হাজারের ক্লাবে প্রবেশ করেন বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক ব্যাটার।৫২ টেস্টে ৯০ ইনিংস ব্যাট করে লিটনের সংগ্রহ এখন ৩ হাজার রান।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে ৩ হাজার রান করার রেকর্ড তামিম ইকবাল ও মুমিনুল হকের। দুজনেরই লেগেছে ৭৬ ইনিংস। দিনের খেলা শেষে ৭৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫১। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ৭৬* (১৪২ বল) এবং লিটন দাস ৩০* (৫৩ বল)। এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকের মাইলফলকের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

দলীয় ১০০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও মুশফিক-মমিনুলের ১০৭ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় টাইগাররা। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে। সিলেটে প্রথম টেস্টে তারা আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়েছে।

  • সর্বশেষ - খেলাধুলা