রোহিত পাউডেলের নেতৃত্বে নেপালের বিশ্বকাপ দল ঘোষণা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ২০২৬ সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নেপাল ক্রিকেট বোর্ড।দলটির নেতৃত্ব দিবেন তরুণ অলরাউন্ডার রোহিত পাউডেল। তবে ঘোষিত দলে সবচেয়ে আলোচিত ও বড় নাম লেগ স্পিনার সন্দীপ লামিচানে। দীর্ঘদিন ধরেই নেপালের ক্রিকেটের প্রধান অস্ত্র তিনি। এবারও বিশ্বকাপের মঞ্চে দলের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন এই তারকা।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে লামিচানের ধারাবাহিকতা চোখে পড়ার মতো। ২০২৫ সালে খেলা ১০ ম্যাচে তিনি শিকার করেছেন ২১ উইকেট, গড় মাত্র ১০ দশমিক ২৩। সব মিলিয়ে নেপালের হয়ে ৬৮ টি-টোয়েন্টিতে তার ঝুলিতে ১২৯ উইকেট, গড় ১২ দশমিক ১৪ এবং ইকোনমি রেট ছয়ের সামান্য ওপরে- যা তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম কার্যকর স্পিনারে পরিণত করেছে।
এক সময় আইনি জটিলতায় পড়লেও আপিল আদালতে খালাস পাওয়ার পর আবারও নিয়মিত হয়েছেন জাতীয় দলে। ২০২৪ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থাকা লামিচানে এবারও নেপালের সবচেয়ে বড় ভরসা। দলটির নেতৃত্বে থাকছেন ২৩ বছর বয়সী তরুণ অলরাউন্ডার রোহিত পাউডেল। শান্ত স্বভাব ও কৌশলী নেতৃত্বের জন্য পরিচিত এই অধিনায়কের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ দীপেন্দ্র সিং আইরি।
স্পিন বিভাগে লামিচানেকে সহায়তা করবেন বাঁহাতি স্পিনার ললিত রাজবংশী। পাশাপাশি দীপেন্দ্র সিং আইরি ও বাসির আহমাদ অতিরিক্ত স্পিন বিকল্প হিসেবে দলে থাকছেন। পেস আক্রমণের দায়িত্বে রয়েছেন সোমপাল কামি ও করণ কেসি। ব্যাটিংয়ে ওপেনিংয়ে আক্রমণাত্মক ভূমিকায় থাকবেন কুশল ভুর্তেল। উইকেটকিপার-ব্যাটার আসিফ শেখ ব্যাটিংয়ে স্থিরতা ও কিপিংয়ে নির্ভরতা যোগ করবেন। মিডল অর্ডারে লোকেশ বাম, সুন্দরীপ জোড়া ও নন্দন যাদব দলের ব্যাটিং গভীরতা বাড়াবেন।
নেপাল স্কোয়াড (টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬):
রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি (সহ-অধিনায়ক), সন্দীপ লামিচানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সুন্দরীপ জোড়া, আরিফ শেখ, বাসির আহমাদ, সোমপাল কামি, করণ কেসি, নন্দন যাদব, গুলশন ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা, লোকেশ বাম।
