দাপট দেখাচ্ছে রংপুর রাইডার্স
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দাপট দেখিয়েই যাচ্ছে রংপুর রাইডার্স। একের পর এক ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করেছে দলটি। ব্যাট ও বলে প্রতিপক্ষকে কুপোকাত করে চলেছে। পাঁচ ম্যাচ খেলে চার ম্যাচেই জয় পেয়েছে। দুবার হারিয়েছে অন্যতম ফেবারিট চট্টগ্রাম রয়্যালসকে। এ ছাড়া সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছেন নুরুল হাসান সোহানরা। মিকি আর্থারের দল হেরেছে মাত্র এক ম্যাচে। রাজশাহী রয়্যালসের বিপক্ষে সেই ম্যাচে টাই হওয়ার পর হেরেছে সুপার ওভারে। ৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স।
বিপিএলের গ্রুপ পর্ব প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। কয়েকটি দল পাঁচ কিংবা তার বেশি ম্যাচ খেলেছে। ডাবল রাউন্ড পদ্ধতির লিগ পর্বে একটি দল ১০টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। অর্ধেক পথ পাড়ি দিয়ে এখনো পর্যন্ত ব্যাট-বলে পারফরম্যান্সের হিসাবে রংপুর রাইডার্সই আছে শীর্ষে। বল হাতে দারুণ পারফর্ম করছেন দলটির পাকিস্তানি বোলার ফাহিম আশরাফ ও বাংলাদেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমান। ফাহিম তিন ইনিংসে বোলিং করে ১১ উইকেট শিকার করেন। তার সেরা বোলিং ইনিংসে ১৭ রানে ৫ উইকেট। মুস্তাফিজুর রহমান পাঁচ ইনিংসে বোলিং করে শিকার করেছেন ৯ উইকেট। এ দুজনের দাপুটে বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পতেই আটকে দিচ্ছে রংপুর রাইডার্স। দলটির বিপক্ষে কোনো দলই এখনো পর্যন্ত বড় স্কোর করতে পারেনি। চট্টগ্রাম রয়্যালস সর্বোচ্চ ১৬৯ রান করেছে। সেই ম্যাচে ৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পেয়েছে রংপুর রাইডার্স। অল্প পুঁজি নিয়েও বোলারদের দাপটে ম্যাচ জয় করে মাঠ ছেড়েছে দলটি। ব্যাট হাতে রংপুর রাইডার্সের জার্সিতে আলো ছড়াচ্ছেন ডেভিড মালান, মাহমুদুল্লাহ আর লিটন দাসরা। ডেভিড মালান ১৯৬ রান করে তালিকার তিন নম্বরে আছেন। শীর্ষে আছেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি করেছেন ২০৩ র
দাপট দেখাচ্ছে রংপুর রাইডার্সব্যাটে-বলে দাপট দেখিয়ে শিরোপা জয়ের পথেই ছুটছে রংপুর রাইডার্স। সামনে দলটি খেলবে নোয়াখালী এক্সপ্রেস (৯ জানুয়ারি), রাজশাহী ওয়ারিয়র্স (১১ জানুয়ারি), সিলেট টাইটান্স (১২ জানুয়ারি), ঢাকা ক্যাপিটালস (১৬ জানুয়ারি) এবং নোয়াখালী এক্সপ্রেসের (১৭ জানুয়ারি) বিপক্ষে। প্লে-অফ প্রায় নিশ্চিত করে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেট পর্বে আরও তিনটি ম্যাচ খেলবেন নুরুল হাসান সোহানরা। ঢাকায় আসার আগেই প্লে-অফ নিশ্চিত করে নিতে পারে দলটি।
এদিকে এক দিনের বিরতির পর আজ ফের শুরু হচ্ছে বিপিএলের লড়াই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটান্স। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে চট্টগ্রাম-সিলেট। দুটি দলই শীর্ষ চারে অবস্থান করছে। চট্টগ্রাম পাঁচ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। ছয় ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে সিলেট। দুই দলের পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে থাকায় চট্টগ্রাম আছে দুই নম্বরে। তিনে সিলেট। শীর্ষে আছে রংপুর রাইডার্স (৮ পয়েন্ট)। আজ জিতলে শীর্ষস্থান দখল করতে পারে চট্টগ্রাম কিংবা সিলেট। দিনের প্রথম ম্যাচ খেলবে নোয়াখালী-ঢাকা। নোয়াখালী এক্সপ্রেস পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে। চার ম্যাচ খেলে এখনো জয়শূন্য দলটি। ঢাকা ক্যাপিটালস চার ম্যাচ খেলে এক জয়ে ২ পয়েন্ট সংগ্রহ করে নোয়াখালীর ঠিক ওপরে পাঁচ নম্বরে অবস্থান করছে। ছয় দলের বিপিএলে প্লে-অফ খেলতে হলে শীর্ষ চারে টিকে থাকতে হবে। ঢাকা ক্যাপিটালসের সামনে কঠিন চ্যালেঞ্জ। পয়েন্ট হারালেই বিপদ। শীর্ষ চারে ওঠা অনিশ্চিত হয়ে যাবে দলটির জন্য। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস আজ হারলে আশার শেষ প্রদীপটাও সম্ভবত নিবে যাবে!
