20 January 2026, 08:04:48 AM, অনলাইন সংস্করণ

বলিউডে শুরুর দিনে অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন সাইফ

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ

বলিউডে শুরুর দিনে অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন সাইফ
16px

বলিউডে ১৯৯৩ সালে ‘পরম্পরা’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন সাইফ আলী খান। তবে শুরুটা তার জন্য খুব সহজ ছিল না। একের পর এক ছবিতে দ্বিতীয় বা তৃতীয় চরিত্রে অভিনয় করতে হয়েছে তাকে।  সম্প্রতি ‘এসকোয়ার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের প্রথম দিকের এক অদ্ভুত ঘটনার কথা স্মরণ করেছেন এই অভিনেতা।

সাইফ জানান, এক নারী প্রযোজক তাকে শর্ত দিয়েছিলেন—প্রতিবার সাপ্তাহিক পারিশ্রমিক হিসেবে এক হাজার রুপি নেওয়ার সময় তার গালে ১০ বার চুমু খেতে হবে। সিনেমার জগতে অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে হওয়ায় কিছু সুযোগ তিনি পেয়েছিলেন ঠিকই, তবে তা খুব সহজ পথ ছিল না বলেও জানান তিনি।

সাইফ বলেন, “অনেকে বলত, তুমি ভাগ্যবান, এত সুযোগ পেয়েছো। কিন্তু তখন আমি শহরের সেরা সিনেমাগুলোর প্রস্তাব পাচ্ছিলাম না বা নায়ক হিসেবেও কাস্ট হচ্ছিলাম না।”

তিনি আরও যোগ করেন, “হয়তো আমার পথটা একটু সহজ ছিল, কিন্তু আমার কাছে সেটা কঠিনই মনে হতো। আমাদের পারিবারিক পটভূমি এমন ছিল না যে সেটা আমাদের নায়ক হওয়ার আত্মবিশ্বাস জোগাবে। আমাদের শেখানো হয়েছিল বিনয়ী, আত্মসমালোচনামূলক আর নিরহঙ্কার থাকতে, নিজের দিকে সবার দৃষ্টি আকর্ষণ না করতে—যা ৯০–এর দশকের নায়কদের থেকে একেবারেই ভিন্ন।” 

  • সর্বশেষ - বিনোদন