20 January 2026, 08:01:59 AM, অনলাইন সংস্করণ

আসছে অজয় দেবগনের ‘দৃশ্যম থ্রি’

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০১ জুন ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ

আসছে অজয় দেবগনের ‘দৃশ্যম থ্রি’
16px

২০১৫ সালে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘দৃশ্যম’। অজয় দেবগন ও তাব্বু অভিনীত সেই থ্রিলার গল্প দর্শককে চমকে দিয়েছিল। এর সাত বছর পর মুক্তি পায় সিকুয়েল ‘দৃশ্যম টু’। রহস্যঘন গল্প, টানটান চিত্রনাট্য আর অজয়ের অভিনয়ে দ্বিতীয় পর্বও রেকর্ড গড়েছিল বক্স অফিসে। মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায় ছবির আয়।

‘দৃশ্যম টু’-এর সাফল্যের পর তৃতীয় ও চতুর্থ পর্বের আভাস দিয়েছিলেন অজয় দেবগন। এবার সেই ইঙ্গিত বাস্তব হতে চলেছে। আসছে ‘দৃশ্যম থ্রি’, আর সেই খবর অফিসিয়ালি জানিয়ে দিল প্যানোরমা স্টুডিও। ২৯ মে বম্বে স্টক এক্সচেঞ্জকে পাঠানো এক চিঠিতে প্যানোরমা স্টুডিও ঘোষণা জানিয়েছে, ‘দৃশ্যম থ্রি’-এর জন্য ডিজিটাল ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করতে চলেছে তারা।

ছবিটি পরিচালনা করছেন অভিষেক পাঠক। ‘দৃশ্যম টু’-ও পরিচালনা করেছিলেন তিনি। আর কেন্দ্রিয় চরিত্রে থাকছেন অজয়, আবারও বিজয় সালগাঁওকরের ভূমিকায় দেখা যাবে তাকে। 

সিনেপ্রেমীরা আশাবাদী, ‘দৃশ্যম থ্রি’-ও আগের দুই কিস্তির মতোই দর্শকদের নতুন করে চমকে দেবে। তবে আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখেই নতুন অধ্যায়ে এগিয়ে যাবে।

  • সর্বশেষ - বিনোদন