20 January 2026, 08:01:58 AM, অনলাইন সংস্করণ

প্রাক্তনের জন্মদিনে শুভেচ্ছা জানালেন অর্জুন

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ণ

প্রাক্তনের জন্মদিনে শুভেচ্ছা জানালেন অর্জুন
16px

অর্জুন কাপুরের প্রেমে সংসার ত্যাগ করেন বলিউড ‘আইটেম গার্ল’ মালাইকা অরোরা। যদিও তাদের এ সম্পর্ক বেশিদিন টেকেনি। ইতি টানেন প্রেমময় সম্পর্কে। তারপরও নিজেদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে চলছেন দুজন।

এবার মালাইকার ৫২তম জন্মদিনে অর্জুন পাঠালেন এক বিশেষ শুভেচ্ছাবার্তা। প্রাক্তন প্রেমিকাকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, শুভ জন্মদিন, সব সময় এমনই উচ্চতায় থেকো। হাসিটা বজায় রেখো এবং সব সময় খুঁজতে থেকো।

সম্প্রতি ৫২ বছরে পা রেখেছেন মালাইকা অরোরা। এই বয়সেও তার ফিটনেস ও গ্ল্যামার দেখে অনেকেই অবাক হন। বয়স যেন তার সামনে নয়, উল্টো দিকে হাঁটছে। গত বছর জুন মাসেই প্রথম মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর সামনে আসে। দুজনের এক ঘনিষ্ঠ সূত্র তখন বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিলেও জানিয়েছিলেন, সম্পর্ক ভাঙলেও তাদের মধ্যে সৌজন্য বজায় থাকবে। এরপর অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি বেশ নজরে এসেছিল অনুরাগীদের।

  • সর্বশেষ - বিনোদন