20 January 2026, 06:18:09 AM, অনলাইন সংস্করণ

দিনাজপুর -০৪ (খানসামা -চিরিরবন্দর) গণমানুষের আস্থার নাম জননেতা মোঃ আমিনুল হক চৌধুরী (বিএসসি)

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ণ

দিনাজপুর -০৪ (খানসামা -চিরিরবন্দর) গণমানুষের আস্থার নাম জননেতা মোঃ আমিনুল হক চৌধুরী (বিএসসি)
16px

তারিখ: ৩০/০৯/২০২৫

স্থান: দিনাজপুর -০৪ (খানসামা -চিরিরবন্দর)

শিরোনাম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ আমিনুল হক চৌধুরী বিএসসি জনসমর্থনে এগিয়ে। তিনি ১৯৭৯ সাল থেকে বিএনপির বিভিন্ন পদে ছিলেন এবং এখনও বহাল আছেন।

বিস্তারিত সংবাদ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -০৪ (খানসামা -চিরিরবন্দর)  নির্বাচনে বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের প্রস্তুতি ও জনসমর্থনের কথা জানিয়েছেন মোঃ আমিনুল হক চৌধুরী বিএসসি।

দীর্ঘদিন ধরে বিএনপি-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত থাকা মোঃ আমিনুল হক চৌধুরী বিএসসি বলেন —

“দলের প্রতি আমার আনুগত্য ও এলাকার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি এই এলাকায় উন্নয়ন ও জনগণের কল্যাণে আমার সর্বোচ্চটা উজাড় করে দেব।”

"আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। "

তিনি উল্লেখ করেন, বিগত বছরগুলোতে তিনি এলাকায় [উন্নয়নমূলক উদ্যোগ/সামাজিক কার্যক্রম যেমন: শিক্ষা সহায়তা, চিকিৎসা সেবা, দুর্যোগে সহায়তা, ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়ন] চালিয়ে গেছেন, যা জনগণের আস্থা অর্জনে সহায়তা করেছে।

মোঃ আমিনুল হক চৌধুরী বিএসসি-এর সমর্থনে ইতিমধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া, সভা-সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে ইতিবাচক বার্তা দিচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -০৪ (খানসামা -চিরিরবন্দর)-তে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনপ্রিয়তা, সততা ও ত্যাগী কর্মীর অবদানকে প্রাধান্য দেওয়া হবে, যেখানে মোঃ আমিনুল হক চৌধুরী বিএসসি অন্যতম শীর্ষে আছেন।

  • সর্বশেষ - রাজনীতি