20 January 2026, 08:07:37 AM, অনলাইন সংস্করণ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ণ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
16px

শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‌‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, কোনো একটি মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মাঝে বিভক্তি সৃষ্টি করছে কিনা খতিয়ে দেখতে হবে। পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার রায় ঘিরে যে মবোক্রেসি হয়েছে, তা রায়কে ভিন্ন খাতে ঘুরিয়ে দিতে করা হয়েছে কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

  • সর্বশেষ - রাজনীতি