রাজধানীতে জামায়াতসহ ৮ দলের সমাবেশ আজ
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ
পাঁচ দফা দাবিতে আজ রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর পল্টন মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এরইমধ্যে সমাবেশের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দলগুলো।
সমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধানসহ আট দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
দাবিগুলো হলো- জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এদিকে সমাবেশ বাস্তবায়নের জন্য গতকাল ইসলামী আন্দোলনের অফিসে জরুরি বৈঠক করেন ৮ দলের লিয়াজো কমিটির শীর্ষ নেতারা। বৈঠক শেষে ব্রিফিং করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত আন্দোলন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা তৌহিদুজ্জামান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক মো. কাজী নিজামুল হকসহ কেন্দ্রীয় নেতারা।
